UsharAlo logo
মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতু উদ্বোধনের দিন টোল বন্ধ থাকবে যে ৩টি সেতুতে

pial
জুন ২০, ২০২২ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : পদ্মা সেতুর উদ্বোধনের দিন ঢাকা-মাওয়া মহাসড়কের ৩টি সেতুতে টোল বন্ধ থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহনসহ সাধারণ যানবাহনের কারণে যাতে যানজট না হয়, তাই এমন সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

টোল আদায় বন্ধ থাকা সেতুগুলো হচ্ছে- বুড়িগঙ্গা (পোস্তগোলা), ধলেশ্বরী এবং আড়িয়াল খাঁ। এই ৩টি সেতু সড়ক ও জনপথ অধিদপ্তরের।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ওইদিন আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহনসহ সাধারণ যানবাহনের চলাচল অনেকটাই বাড়বে। আর যানবাহনগুলো বুড়িগঙ্গা সেতু, ধলেশ্বরী সেতু ও আড়িয়াল খাঁ সেতু অতিক্রম করবে। সেতু ৩টিতে বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে টোল সংগ্রহ করা হয়। এতে অসহনীয় যানজট হতে পারে। তাই সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৯ জুনের প্রস্তুতি বৈঠকে এ ৩টি সেতুতে টোল আদায় বন্ধ রাখাসহ আরো কিছু সিদ্ধান্ত নেয়া হয়। এসব বিষয়ে শীঘ্রই আদেশ জারি করা হবে।

(ঊষার আলো-এসএইস)