UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মার এক পাঙাশ ৩২ হাজারে বিক্রি

usharalodesk
মে ২৩, ২০২৩ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়া ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ৩১ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে জেলে বাসুদেব হালদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে বাসুদেব হালদার ভোরে তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে গেলে তার জালে বড় একটি পাঙাশ মাছ ধরা পড়ে। তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকার মৎস্য আড়তে নিয়ে এলে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মার পাঙাশের ভালো চাহিদা। তাই সকালে আড়তে ২২ কেজি ওজনের পাঙাশ মাছটি ৩১ হাজার ৯০০ টাকায় কিনে নিই। মাছটি একদমই টাটকা ও তাজা। এখন দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে কেজিপ্রতি ৫০ টাকা লাভ রেখে বিক্রি করে দেব।

ঊষার আলো-এসএ