ঊষার আলো ডেস্ক : পদ্মায় ২৫ কেজি ওজনের বাগাড় মাছ জেলের জালে আটকা পড়েছে। মাছটি ২৭ হাজার ৫শ টাকায় বিক্রি হয়েছে। রোববার (৩ অক্টোবর) সকাল ৮টায় মানিকগঞ্জের বাল্লায় পদ্মা জেলে রঞ্জিত হালদারের জালে ধরা পরে যায়।
এরপর মাছটি বিক্রি করার জন্য রঞ্জিত দৌলতদিয়াঘাটে নিলে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান ১ হাজার ১শ টাকা কেজি দামে ২৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নিয়ে যান।
জেলে রঞ্জিত হালদার বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার সারারাত পদ্মায় জাল ফেলে মাছ শিকারের চেষ্টা করেন। তবে কোনো মাছ ধরা পড়েনি। শেষপর্যন্ত রোববার সকাল ৮টায় ধরা পড়ে বাগাড় মাছটি। মাছটি ভালো দামে বিক্রি হওয়ায় আমরা খুব খুশি।
(ঊষার আলো-আরএম)