UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মায় ডুবে যাওয়া মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

ঊষার আলো
মে ১৩, ২০২১ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময়ে ঝড়ো বাতাসে পন্টুনের তার ছিঁড়ে  পানিতে ডুবে যাওয়া মাইক্রোবাসের চালক মারুফ হোসেনের (৪২) মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
১৩ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে দৌলতদিয়া ঘাটের ৭ নং পন্টুনের কাছ থেকে মারুফ হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত মারুফ হোসেন সিলেটের জকিগঞ্জ উপজেলার সুন্দরারচক গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে। তিনি ঢাকার রামপুরাতে থাকেন।
গাড়ির মালিক মাকসেদুর রহমান রিতুর বিদেশ থেকে আসা শ্যালককে চুয়াডাঙ্গা পৌঁছে দিয়ে ঢাকায় ফিরছিল।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মোন্নাফ শেখ মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, সকাল ৭ টা ৫০ মিনিটের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই। খবর পেয়ে সাড়ে ৮ টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধারের পর নিহত মারুফের স্বজনরা মরদেহ শনাক্ত করে। তারা ১১ মে মঙ্গলবার রাত থেকেই ঘাট এলাকাতে অপেক্ষা করছিল। প্রশাসনের মাধ্যমে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। উদ্ধার কাজে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরাও সহযোগিতা করেছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ১১ মে মঙ্গলবার চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস বেলা সাড়ে ১১ টার দিকে দৌলতদিয়া ঘাটের ৫ নং পন্টুন ঝড়ো বাতাসে তার ছিঁড়ে গেলে পন্টুনের উপড়ে থাকা মাইক্রোবাসটি নদীতে পড়ে ডুবে যায়। সেই থেকে মাইক্রোবাসের চালক নিখোঁজ ছিল। তবে মাইক্রোবাসে কোন যাত্রী ছিল না বলে স্থানীয়রা জানিয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)