UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পরিবেশ ও জনবান্ধব মোংলা শহর বিনির্মাণের আহ্বান

koushikkln
জুন ৫, ২০২২ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা : বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে রবিবার (৫ জুন) বিকেলে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও মোংলা নাগরিক সমাজ’র আয়োজনে “পরিবেশবান্ধব-জনবান্ধব ও পর্যটনবান্ধব জলবায়ু সহিষ্ণু টেকসই মোংলা পৌর শহর বিনির্মানে করনীয়” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
এবার বিশ্ব পরিবেশ দিবসের মূল শ্লোগান ছিলো “একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন।”
রবিবার (০৫ জুন) বিকেল ৪টায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। গোলটেবিল বৈঠকে মূল আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন’র চেয়ারম্যান ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী। বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারি পুলিশ সুপার আসিফ ইকবাল, মোংলা থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি বাগেরহাটের নেতা ফররুখ হাসান জুয়েল ও বাপা বাগেরহাট’র অন্যতম নেতা সৈয়দ মিজানুর রহমান, মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু।
গোলটেবিল বৈঠক সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট’র আহ্বায়ক পশুর রিভার রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।
গোলটেবিল বৈঠকে বক্তারা প্রাণ-প্রকৃতি, নদ-নদী, খাল-বিল, জলাশয় রক্ষা করে পরিবেশবান্ধব-জনবান্ধব মোংলা শহর বিনির্মানের আহ্বান জানান। বক্তারা সুপেয় পানি সরবরাহ এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করারও জোর দাবী জানান।