UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিস্থিতি অনুকূলে আসলে নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি

usharalodesk
জুলাই ১৫, ২০২১ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, করোনা পরিস্থিতি অনুকূলে আসলে সংক্ষিপ্ত সিলেবাসে নভেম্বরের ২য় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের ১ম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার চিন্তা রয়েছে। এসএসসি ও এইচএসসির ৩টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। অন্যান্য বিষয় ম্যাপিং করে তারপর পরীক্ষা মূল্যায়ন করা হবে আগের পাবলিক পরীক্ষা মূল্যায়ন করে। বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি আরও জানান, অ্যাসাইনমেন্টের মাধ্যমেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল্যায়ন করা হবে। তারা অ্যাসাইনমেন্টের মাধ্যমে ওই সিলেবাস শেষ করতে পারবে। পরীক্ষা নেওয়া সম্ভব না হলে অ্যাসাইনমেন্টের ফল এবং সাবজেক্ট ম‌্যাপিং থেকে ফলাফল হতে পারে। সেই বিষয়ে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, এসএসসি পরীক্ষার্থীদের ২৪টি অ্যাসাইনমেন্টের এবং এইচএসসি পরীক্ষার্থীদের ৩০ অ্যাসাইনমেন্ট করতে হবে। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সেটি মূল‌্যায়ন করবেন। দ্বৈবচয়ন পদ্ধতিতে সেগুলো আবার মূল‌্যায়ন করা হবে। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান এবং বিভিন্ন বোর্ডের প্রধানরা উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-আরএম)