UsharAlo logo
সোমবার, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরীমনির রিমান্ড ইস্যু : হাইকোর্টে ২ বিচারকের ক্ষমা প্রার্থনা

ঊষার আলো
অক্টোবর ৩১, ২০২১ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাদক আইনের মামলায় নায়িকা পরীমনির কয়েক দফা রিমান্ড মঞ্জুরের বিষয়ে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন ২ বিচারক। তারা হলেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম।

রোববার(৩১ অক্টোবর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এএসএম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ক্ষমা প্রার্থনা করেন ওই দুই বিচারক।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবীর মাধ্যমে ওই ২ বিচারক ক্ষমা চাওয়ার আবেদন করেন।

এর আগে, পরীমনির ২য় ও ৩য় দফায় রিমান্ড মঞ্জুর বিষয়ে ব্যাখ্যা দাখিলের জন্য ১ সপ্তাহ সময় পান ঢাকার ২ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তা। ২ বিচারকের আইনজীবী ১ সপ্তাহ সময়ের আবেদন জানালে হাইকোর্ট বেঞ্চ তা মঞ্জুর করেন।

এর আগে, গত ২৯ আগস্ট সুপ্রিম কোর্টের রায় না মেনে পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের স্বপ্রণোদিত আদেশ প্রার্থনা করে আবেদন করেন মানবাধিকার সংগঠন আইন এবং শালিস কেন্দ্রের (আসক) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা নাসরিন।

গত ৩১ আগস্ট চিত্র নায়িকা পরীমনিকে জামিন দিয়েছিলেন বিচারিক আদালত। আর ১ সেপ্টেম্বর কাশিমপুরের মহিলা কারাগার থেকে মুক্তি পান পরীমনি।

 

(ঊষার আলো-আরএম)