UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

পশু কোরবানী রাজনৈতিক নেতাদের অংশগ্রহন ও শুভেচ্ছা বিনিময়

koushikkln
জুলাই ১২, ২০২২ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি: দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, মধ্য-বিত্ত ও নিম্নবিত্ত মানুষের মনোকষ্টের মধ্য দিয়েও বাগেরহাট জেলায় যথাযতভাবে পবিত্র ঈদ-উল আযহা উযযাপিত হয়েছে। বিভিন্ন শ্রেনীর মানুষ ও রাজনৈতিক দলের নেতারা পশু কোরবানী, মাংস বিতরণ ও আনুষ্ঠানিক ভোজনের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

বাগেরহাটে কোরবানীর ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ঐতিহ্য ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গনে। এখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, বিএনপি নেতা এমএ সালামের নেতৃত্বে, বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও মঞ্জুরুল হক রাহাতের নেতৃত্বে নেতা-কর্মীরা কোরবানীর নামাজ আদায় করেন। বাগেরহাট জেলা সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় সদরের চুড়ামনকাঠি এলাকার আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য পশু কোরবানি করেন এবং এখানের বাসিন্দাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সফল সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ জেলার মোড়েলগঞ্জ ও শরনখোলা উপজেলায় পশু কোরবানী করেন এবং সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি জেলা সদর আসনের এমপিসহ জেলা পর্যায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া বাগেরহাটের জেলা প্রশাসক তার বাংলোতে বিশেষ ব্যাক্তিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বলে জানা গেছে।