UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ দিনে ৮ প্রদেশের রাজধানী তালেবানের দখলে

ঊষার আলো
আগস্ট ১১, ২০২১ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রতিদিনই আফগানিস্তানের কোনো না কোনো প্রাদেশিক রাজধানী দখল করে নিচ্ছে তালেবান। গত ৬ দিনে তাদের হাতে পতন ঘটেছে আটটি প্রাদেশিক রাজধানী।

গতকাল মঙ্গলবার গোষ্ঠীটি উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশানের রাজধানী ফাইজাবাদ দখল করেছে বলে জানিয়েছে রয়টার্স।

বাদাখশান প্রাদেশিক কাউন্সিলের সদস্য জাওয়াদ মুজাদিদি জানান, মঙ্গলবার তালেবান ফাইজাবাদও দখল করে ফেলেছে।

তিনি জানান, ‘দুর্ভাগ্যবশত কয়েক ঘণ্টা তীব্র লড়াইয়ের পর পিছু হটে সরকারি বাহিনী। ফাইজাবাদের পতনের মধ্য দিয়ে পুরো উত্তর-পূর্বাঞ্চল এখন তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে।’

প্রসঙ্গত, বাদাখশান প্রদেশের সাথে তাজিকিস্তান, পাকিস্তান ও চীনের সীমান্ত আছে।

মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা জানান, তালেবান এখন আফগানিস্তানের প্রায় ৬৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা ১১টি প্রাদেশিক রাজধানী দখল করেছে বা দখলের পথে রয়েছে।

(ঊষার আলো-এফএসপি)