পাইকগাছার লতা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে লতা ইউনিয়নের সাধারণ জনগণ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
সাবেক ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়ের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মনতোষ মন্ডল, রশিদ সরদার, জয়ন্ত মন্ডল, সাগর বিলাশ, স্বপন মন্ডল, কুমারেশ সরকার, সুব্রত তরফদার, সুশান্ত মন্ডল, আকবর গাজী, তন্ময় ঢালী, খিতিশ মন্ডল, আবুবক্কর সিদ্দিক, আহল্লাদ মল্লিক, সুকুমার সরকার, ইন্দ্রজিৎ মল্লিক, সুকুমার মল্লিক, মনিরুল ইসলাম, এনামুল সরদার, মাইকেল মন্ডল, রশিদ মোড়ল, সুকৃতি রায়, সুশান্ত সরকার, ইবাদুল সানা, তাপস রায়, প্রীতিশ সরকার ও আব্দুল্লাহ সরদার। উল্লেখ্য, নিজের একটি নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গত ২০ জুন লতার ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ^াসকে সাময়িক বহিষ্কার করা হয়।