UsharAlo logo
বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় ৮ জুয়াড়ী আটক

পাইকগাছা প্রতিনিধি
মার্চ ১, ২০২৪ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা থানা পুলিশ ৮ জুয়াড়িকে আটক করেছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার ভোররাতে উপজেলার গড়ইখালীর শান্তা গ্রামে জুয়ার আসরে অভিযান পরিচালনা করেন। এসময় জুয়ার আসর থেকে পুলিশ ৮ জুয়াড়ি কে আটক করে। আটককৃতরা হলেন,
 শান্তা গ্রামের ইয়াসিন শিকারী (৩৮), শাহিন সরদার (৩৫),  বিল্লাল শেখ (৩৫), জাহিদ সানা (২৩), বাপ্পি শেখ (২৭),বাবুল গাজী (৩০) ও ফকিরাবাদ গ্রামের হুমায়ুন কবির (২৩) ,আব্দুর রহমান শেখ (৪০)। এ সময় জুয়ার বোর্ড থেকে ৩ হাজার ৬৪০ টাকা  ও দুই সেট তাস উদ্ধার করা হয়।
আটক জুয়াড়ীদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ওসি ওবাইদুর রহমান জানান।