UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় আন্তঃ স্কুল টুর্নামেন্টে টাউন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

koushikkln
সেপ্টেম্বর ৯, ২০২২ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাউন মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে কেডিএস মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশ ও টাউন মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে কোন পক্ষ গোল করতে না পারায় টাইব্রেকারে ফলাফল নির্ধারণ করা হয়। টাইব্রেকারে কেডিএস মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশকে ৪-৩ ব্যবধানে পরাজিত করে টাউন মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, নারায়ণ চন্দ্র শিকারী, পরমানন্দ বিশ^াস, দিপক সরকার, এসআই সুজিত, শিক্ষক প্রদীপ শীল, সোহেল উদ্দীন, মাখন লাল সরকার, শ্রীষকান্তি রায়, জিয়াউর রহমান, সাংবাদিক এন ইসলাম সাগর, পূর্ণ চন্দ্র মন্ডল, দেবাশীষ সানা। সেরা খেলোয়াড় নির্বাচিত হন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের পার্থ মাখাল। খেলা পরিচালনা করেন, তুষার কান্তি মন্ডল, সমীরণ অষ্ট ও আব্দুস সাত্তার। ধারাভাষ্যে ছিলেন, নূরুজ্জামান টিটু ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ। সার্বিক সহযোগিতায় ছিল, দেবাশীষ ফুটবল একাডেমী।