UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় দু:স্থ আনসার সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

usharalodesk
মে ১২, ২০২১ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা : পাইকগাছায় দুস্থ আনসার সদস্যদের মাঝে প্রধামন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১২ মে) সকালে উপজেলা আনসার ও ভিডিপি প্যারেড মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনসার সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা পরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম এর নির্দেশনায় এলাকার ৫০ জন দু:স্থ আনসার সদস্যকে চাল, ডাল, তেল, আলু ও পেয়াজ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেনের সভাপতিত্বে বিরতণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন দলনেতা এসএম ইউনুছ আলী ও ওয়ার্ড দলনেতা লিটন গাজী।

(ঊষার আলো-এমএনএস)