UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যদের আর্থিক সহায়তার চেক বিতরণ

ঊষার আলো
জুন ৭, ২০২১ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আওতায় হিতামপুর মহিলা মৎস্যজীবী সমবায় সমিতি ও পাতড়াবুনিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৭ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমিতির সদস্যদের মাঝে চেক বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, উপজেলা ভূমি কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, উত্তরণের সেন্টার ইনচার্জ মাহফুজা সুলতানা, সহকারী প্রকল্প সমন্বয়কারী বিলকিস খাতুন ও নাজমুল বাশার। অনুষ্ঠানে অপ্রতিরোধ্য প্রকল্পের আওতায় হিতামপুর মহিলা মৎস্যজীবী সমিতির ২৩ জন সদস্যকে করোনাকালীন খাদ্য সহায়তা, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়-ক্ষতি এবং সমিতি রেজিস্ট্রেশন বাবদ ১ লাখ ৮৩ হাজার ৫শ টাকা এবং পাতড়াবুনিয়া মৎস্যজীবী সমিতির ২০ জন সদস্যকে ৮শ টাকা করে ১৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।

(ঊষার আলো-এমএনএস)