UsharAlo logo
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় ৩ দিনব্যাপী চিংড়ি চাষিদের প্রশিক্ষণ

usharalodesk
মে ২৫, ২০২১ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় সাস্টেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারীজ প্রোজেক্ট এর আওতায় চিংড়ি চাষিদের ৩ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (২৫ মে) সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, মৃদুল সরদার ও ম্যাকানিক মঞ্জুরুল ইসলাম। প্রশিক্ষণে এলাকার ২৫ জন চিংড়ি চাষি অংশগ্রহণ করে।

(ঊষার আলো-এমএনএস)