ঊষার আলো ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচটি কম উত্তেজনা ছড়ায়নি। মাঠে ক্রিকেটারদের বাক-বিতণ্ডার পর স্টেডিয়ামেও দর্শকরা ঝামেলায় জড়ায়।
সেখানে রীতিমতো চেয়ার ছোড়াছুড়ি হয়েছে। আফগান দর্শকরা পাকিস্তান দর্শকদের উপর একেবারে আক্রমণ করে বসে।
ম্যাচটির শেষদিকে দুটি ছক্কা মেরে পাকিস্তানকে জিতিয়ে ফাইনালে তোলেন তরুণ পেসার নাসিম শাহ। তাই ম্যাচ শেষে আফগানরা একটু বেশিই উত্তেজিত হয়ে ওঠেন। স্টেডিয়ামে তাদের চেয়ার দিয়ে পাক ও দর্শকদের আক্রমণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সেই ঘটনার ফলে ইতোমধ্যে ৩৯১ জন আফগান সমর্থককে গ্রেফতার করেছে আরব আমিরাত পুলিশ।
শুধু গ্রেফতারই নয় আফগান সেই সমর্থকদের ৩ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৭৭ হাজার টাকার বেশি) জরিমানাও করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে স্টেডিয়ামের ক্ষতিসাধন করায় ৯৭ জন আফগানকে, পাকিস্তানের সাথে মারামারির ঘটনায় আরব আমিরাতের বিভিন্ন অংশ থেকে আরও ১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে এ ঘটনায় মোট ৩৯১ জন দর্শককে গ্রেফতার করা হয়েছে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো।
এ ম্যাচে শুরুতে মাঠেই ঝামেলায় জড়িয়ে পড়েন বোলার ফরিদ ও পাকিস্তানি ব্যাটার আসিফ। ১৯তম ওভারের পঞ্চম বলে আসিফের উইকেট নিয়ে তার সামনে গিয়ে উল্লাসে একেবারে ফেটে পড়েন ফরিদ। তাতেই রেগে যান পাকিস্তানি এ ব্যাটার। তিনি রীতিমতো ব্যাট উঁচিয়ে ফরিদকে মারতে যান ও ডান হাতের কনুই দিয়ে আফগান পেসারের বুকে ধাক্কা দেন। আর তখন আসিফের দিকে তেড়ে যান ফরিদ। এরপরে অন্য ক্রিকেটারদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ইতোমধ্যে জরিমানা করা হয়েছে আফগানিস্তানের ফরিদ আহমাদ ও পাকিস্তানের আসিফ আলীকে। দুইজনকেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। এছাড়া একটি একটি করে ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তাদের নামের পাশে।
(ঊষার আলো-এফএসপি)