UsharAlo logo
রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

ঊষার আলো
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: পাকিস্তানে অবাধ, সুষ্ঠু ও সময়মতো নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এ আহ্বান জানিয়েছেন।

এক সাংবাদিক ম্যাথিউ মিলারকে জিজ্ঞেস করেন, পাকিস্তানের জাতীয় নির্বাচন আগামী ৬ নভেম্বর আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। তবে নির্বাচন কমিশনের দাবি, এত কম সময়ের ব্যবধানে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়। পাকিস্তানে আরো একটি সাংবিধানিক সংকট তৈরির উপক্রম হয়েছে। এ বিষয়ে আপনার মতামত কী?

ম্যাথিউ মিলার জবাবে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো আমরা পাকিস্তানকেও সময়মতো একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাই। এছাড়া দেশটিকে আমরা মানবাধিকার, মৌলিক স্বাধীনতা এবং আইনের শাসনকে সম্মান করার জন্য বলছি।

এর একদিন আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি নির্বাচনের সঠিক তারিখ উল্লেখ করে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজাকে একটি চিঠি লিখেছিলেন।

চিঠিতে পাকিস্তানের প্রেসিডেন্ট বলেছিলেন, সংবিধানের অনুচ্ছেদ ৪৮(৫)-এর আলোকে দেশটিতে সাধারণ নির্বাচন হবে সংসদ বিলুপ্তির তারিখের ৮৯ তম দিনে অর্থাৎ ২০২৩ সালের ৬ নভেম্বর (সোমবার)।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন বলছে, পাকিস্তানের নতুন আদমশুমারি অনুসারে নতুন সীমানা নির্ধারণ না করে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। আর নতুন সীমানা নির্ধারণ করার জন্য সময়ের প্রয়োজন। তাই নির্বাচন বিলম্ব হতে পারে।

ঊষার আলো-এসএ