UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পায়ে হেঁটে হজ করা সেই মহি উদ্দিন আর নেই

usharalodesk
অক্টোবর ১১, ২০২১ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পায়ে হেঁটে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মক্কায় যেয়ে হজ্ব করা দিনাজপুরের শতবর্ষী বৃদ্ধা মহি উদ্দীন (১১৫) আর নেই। রবিবার দিবাগত রাতে রামসাগর খসরুর মোড়ে মেয়ের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, ২ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মহি উদ্দীন দিনাজপুর সদর উপজেলার রামসাগর দিঘীপাড়া গ্রামের মৃত ইজার পন্ডিতের ছেলে। জাতীয় উদ্যানের বায়তুল আকসা জামে মসজিদের সাবেক ইমাম ছিলেন তিনি।

আজ(সোমবার) জোহর বাদ রামসাগর জাতীয় উদ্যানের বায়তুল আকসা জামে মসজিদের সামনে মহিউদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রামসাগর দীঘিপাড়ায় পারিবারিক কবরস্থানে তার লাশের দাফন কাজ শেষ করা হবে।

১৯৬৮ সালে দিনাজপুর থেকে পায়ে হেঁটে হজ পালনের উদ্দেশ্যে রওনা হন মহি উদ্দিন। দেড় বছর পর হজ করে বাড়ি ফিরেন তিনি। এ সময়ে তিনি কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন। ৩০টি দেশ সফর করেন মহিউদ্দিন । হজে যেতে পাসপোর্ট এবং ভিসা করতে ১২০০ টাকা খরচ করেন তিনি।

(ঊষার আলো-আরএম)