UsharAlo logo
বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পিএইচপি চেয়ারম্যান সুফি মিজানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

ঊষার আলো রিপোর্ট
মে ৮, ২০২৫ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত সুফি মোহম্মদ মিজানুর রহমানকে ভিত্তিহীন ও মিথ্যা মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি’ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। ‘সর্বস্তরের সুফিবাদী সুন্নি জনতা বাংলাদেশ’-এর ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন শেষে প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়।

এ সময় দেশের বিশিষ্ট এক শিল্পপতিকে মিথ্যা মামলায় হয়রানি করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়। মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক মামলা প্রত্যাহারের  জোর দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টাসহ সরকারের সবমহলের দৃষ্টি আকর্ষণ করেন নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক কামাল উদ্দিন।

তিনি বলেন, ‘শিল্পবিপ্লবের পথিকৃৎ, একুশে পদকে ভূষিত শিল্পপতি সুফি মোহম্মদ মিজানুর রহমান শুধু সফল শিল্পপতি নন, তিনি সুফিবাদী ধার্মিক সুন্নি মুসলমান। সম্পদ তাকে অহংকারী করেনি, বরং সম্পদ তাকে বহুগুণে করেছে সহনশীল, নম্র, পরোপকারী ও দানশীল। বাংলাদেশের ব্যবসায়ী সমাজের মধ্যে সৎ দুর্নীতিমুক্ত ব্যবসায়ী সুফি মোহম্মদ মিজানুর রহমান এক উজ্জ্বল দৃষ্টান্ত।’

তিনি আরও বলেন, ‘ব্যাংক ও ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে নেওয়া ঋণে এ পর্যন্ত খেলাপি গ্রাহক হওয়ার নজির নেই তার। সুফি মিজান বাংলাদেশের ব্যবসায়ী সমাজের মধ্যে এমন বিরল নজির স্থাপন করেছেন, যা সর্বস্তরের ব্যাংকারদের মুখে মুখে সমাদৃত। পিএইচপি কুরআনের আলো, আন্তর্জাতিক ক্কিরাত সম্মেলন এবং আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের প্রধান পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালনের মধ্য দিয়ে ইসলামের শাশ্বত আদর্শ, মৌলিক ইমান আক্বিদাহ নৈতিক শিক্ষা, সংস্কৃতির বিকাশে ভূমিকা রেখে আসছেন তিনি। তার বহুমুখী ও বহুমাত্রিক অবদান জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যপ্ত।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, মুফতি অছিয়র রহমান, পিপলস ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল মোস্তফা, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ একরামুল করিম, শাহাদাতে কারবালা মাহফিলের অর্থ সম্পাদক আবদুল হাই মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।

ঊষার আলো-এসএ