UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে করোনা আক্রান্ত হয়ে পৌর আ’লীগ সভাপতির মৃত্যু

ঊষার আলো
এপ্রিল ১৩, ২০২১ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

কাউখালী(পিরোজপুর) প্রতিনিধি: করোনা আক্রান্ত হয়ে পিরোজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি মো. জাহাঙ্গির হোসেন পোদ্দার নান্না (৫৮) মারা গেছেন। তিনি ভারতের দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর মারা যান। পরিবার সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম, পিরোজপুর জেলা আ’লীগ সভাপতি একেএমএ আউয়াল, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুজ্জামান নাছিম, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু রিপোটর্স ইউনিটি (পিআরইউ) সভাপতি এসএম পারভেজ প্রমুখ। জাহাঙ্গির হোসেন পোদ্দার নান্না পিরোজপুর প্রেসক্লাবে সদস্য ছিলেন।
তার বন্ধু পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি একে আজাদ জানান, তিনি গত ২ মাস আগে তার কন্যার অসুস্থতার জন্য দিল্লীতে যান। সেখানে বসে তিনি করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারী হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি একজন সমাজ সেবক ছিলেন। তার এক পুত্র এ এক কন্যা রয়েছে।

(ঊষার আলো-এমএনএস)