UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে ফিলিস্তিনে হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন

ঊষার আলো
মে ১৫, ২০২১ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : ফিলিস্তিনে মুসলমান হত্যা, আল আকসা মসজিদে অগ্নিকান্ড ও শিশু হত্যার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মে) পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুপুর ২ টার দিকে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদের বরিশাল বিএম কলেজের সভাপতি মোঃ জিয়াউল হাসান, পিরোজপুর জেলা সভাপতি মোঃ মশিউর রহমান শেখ, সাধারণ সম্পাদক মোঃ জামিল রায়হান, সহ সমাজসেবা সম্পাদক মোঃ সাব্বির হোসেনসহ যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ।
বক্তারা এ সময় জেরুজালেমে মুসলিম নিধন বন্ধ ও মুসলমানদের পক্ষে কথা বলার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং অনাহারী জেরুজালেম বাসীদের কে সাহায্য পাঠাবার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। এ ছাড়াও বক্তারা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া গুলোকে মুসলমানদের পক্ষে জনমত গঠনের জন্য বেশি বেশি প্রচারনা চালানোর জন্য আহবান করেন।

(ঊষার আলো-এমএনএস)