UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ভাত রান্নাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!

ঊষার আলো
এপ্রিল ১৬, ২০২১ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পিরোজপুরে সেহেরীর সময় ভাত খাওয়াকে কেন্দ্র করে ২ ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাইয়ের দায়ের কোপে খুন হয়েছে বড় ভাই। আজ শুক্রবার ভোররাতে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকাতে এ ঘটনা ঘটেছে।
নিহত হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লা (৩৪) পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকার সোবহান মোল্লার পুত্র। এ ঘটনায় ঘাতক ছোট ভাই মোহাম্মদ আলীকে (২২) সকালেই পুলিশ অভিযান চালিয়ে পিরোজপুর শহরের বলাকা ক্লাব সড়ক থেকে আটক করেছে।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেছেন, সেহেরী খাওয়ার সময় মোটা চাল ও চিকন চালের ভাত রান্নাকে কেন্দ্র করে ২ ভাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই মোহাম্মদ আলী ধারাল দা দিয়ে বড় ভাই হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লাকে কুপিয়ে জখম করলে ঘটনা স্থলেই তিনি মারা যান।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

(ঊষার আলো- এম.এইচ)