UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে রাতের আধারে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা

koushikkln
এপ্রিল ৫, ২০২১ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে রাতের আধারে বসত ঘরের পাশে হাওলা বেড়ায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
জানা গেছে, উপজেলার বাশুরী গ্রামের মৃত আঃ খালেক মিয়ার পুত্র ছিদ্দিক মিয়ার বসত ঘরের পাশের হাওলা বেড়ায় সোমবার (৫ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে। ছিদ্দিক মিয়া জানান, আমি বাড়ি না থাকায় আমার স্ত্রীসহ তিন পুত্র ও পুত্রবধু রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে ভোর রাতে ঘরের জানালা দিয়ে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। তখন বাড়ির আশে পাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে, কে বা কাহার কি উদ্দ্যেশে এ ঘটনা ঘটায় তাহার আমি বলিতে পারি না।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ করিম জানান সকালে আমি ঘটনাস্থলে গিয়েছি। আগুনে পুড়ে যাওয়া হাওলা বেড়ার ছাই ও বেড়া বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পাই। এ ব্যাপারে ছিদ্দিক মিয়া কাউখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন।