পিরোজপুর প্রতিনিধি : করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানায় এবং লকডাউনে কর্মহীন মানুষের পাশে নেই সদ্য স্থগিতকৃত ইউপি নির্বাচনে জনপ্রতিনিধি হওয়া প্রার্থীরা। কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নে প্রায় ১০ হাজার কর্মহীন ও স্বল্প আয়ের মানুষ রয়েছে। তাদের কর্মহীন অবস্থায় গত এক সপ্তাহ অতিবাহিত হলেও সরকারি কিংবা কোন বেসরকারি অথবা কোন জনপ্রতিনিধিরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেননি বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা। নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্যের জন্য হাহাকার চলছে। অনেকেরই ঘরে উনুন জ্বলেনি। অর্ধাহরে অনাহারে রয়েছে দিনমজুর শ্রমিকরা। উপজেলার সবচেয়ে বেশি নদীভাঙ্গন এলাকা সোনাকুর, আমরাজুড়ী, চিরাপাড়া, পাঙ্গাসিয়াসহ ২৫টি গ্রাম। এদের মধ্যে স্বল্প আয় ও খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি। করোনায় এর সংখ্যা আরো দিন দিন বেড়েই চলছে। উপজেলার দুটি ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা সংরক্ষিত আসনে প্রায় দেড়শতাধিক প্রার্থী অংশগ্রহণ করলেও এই দু:সময়ের দুর্যোগে অসহায় মানুষের পাশে নেই তারা।
এরই মাঝে উপজেলার কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আঃ লতিফ খসরু গতকাল বুধবার খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। উপজেলার প্রায় ৫শতাধিক স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, লবন, আলু বিতরণ করেন।