UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরের কাউখালীতে গ্রাম পুলিশের উপর হামলা :গ্রেফতার ৩

koushikkln
জুন ২৮, ২০২১ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে পূর্ব শত্রুতার জের ধরে গ্রাম পুলিশকে পিটিয়ে আহত করেছে দুবৃত্তরা। গুরুতর আহত গ্রাম পুলিশ আব্দুল আলীমকে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানাগেছে গত রবিবার (২৭ জুন) গভীর রাতে উপজেলার কেউন্দিয়া বাজার টহল দিয়ে গ্রাম পুলিশ আব্দুল আলীম বাড়ি ফেরার পথে সালাউদ্দিন চানুর পারিবারি কবরস্থানের উত্তর পাশে পৌঁছামাত্র আগে থেকে ওৎ পেতে থাকা ৫-৬ জন নামধারী দুবৃত্তরা গতিরোধ করে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এসময় তার ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুবৃত্তরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। এব্যাপারে কাউখালী থানায় আব্দুল আলীম বাদী হয়ে ৬ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে একই গ্রামের আব্দুর রহমান খন্দকারের ছেলে সফিকুল ইসলাম উজ্জল (২২), আব্দুল আলীম (৩২) এবং মোঃ রফিকুল ইসলাম এর ছেলে মোঃ সফিকুল ইসলাম সবুজ (১৯) কে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।