UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পুকুরে গোসল করতে নেমে শেকৃবি শিক্ষার্থীর মৃত্যু

usharalodesk
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কেন্দ্রীয় পুকুরে গোসল করতে নেমে পল্লব কুন্ডু নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে ৫০ মিনিট নিখোঁজ থাকার পর তাকে উদ্ধার করা হয়। পল্লব কৃষি অনুষদের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

তার সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা মাঠে ব্যবহারিক ক্লাশের অংশ হিসেবে বিকাল ৩টায় গ্রুপভিত্তিক বীজতলা তৈরি করতে যান শিক্ষার্থীরা। বীজতলা তৈরি শেষে গোসল করতে নামার কিছুক্ষণ পর বন্ধুরা পল্লবকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রায় ৫০ মিনিট পর তাকে পুকুর থেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই।প্রায় ঘণ্টাখানেক পর তাকে খুঁজে পাওয়া যায়।তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটল।এ ঘটনায় আমরা গভীর শোকাহত।

ঊষার আলো-এসএ