UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

পেহেলগাম কাণ্ডের প্রতিক্রিয়ায় যা বললেন ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জম্মু ও কাশ্মীরের পেহেলগাম হিল স্টেশনে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে বাইসারান ভ্যালিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হামলার পর গোটা ভারত স্তব্ধ হয়ে যায়। ঘটনায় প্রতিক্রিয়া জানান দেশটির বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও।

শুবমান গিল তার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পেহেলগাম হামলার কথা শুনে মনটা ভেঙে গেছে। যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের জন্য প্রার্থনা রইল। এ ধরনের হিংসার কোনো স্থান নেই আমাদের দেশে।’

যুবরাজ সিং গভীর শোক জানিয়ে লেখেন, ‘পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় অত্যন্ত ব্যথিত। যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য প্রার্থনা করি। আমরা যেন মানবতা আর আশার মধ্যে একসাথে দাঁড়াই।’

বীরেন্দ্র শেবাগ লেখেন, ‘নিরীহ পর্যটকদের ওপর এমন জঘন্য হামলা মেনে নেওয়া যায় না। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’

গৌতম গম্ভীরের প্রতিক্রিয়ায় ছিল রাগ ও প্রতিশোধের বার্তা, ‘নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করি। যারা এই নোংরা কাজ করেছে, তাদের ছাড় দেওয়া হবে না। ভারত জবাব দেবে।’

সৌরভ গাঙ্গুলি বলেন, ‘পেহেলগামে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সহানুভূতি। দোষীদের যেন কোনোভাবে ছাড়া না হয়। সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।’

অনিল কুম্বলে বলেন, ‘এই নৃশংস হামলার খবর শুনে হৃদয় ভেঙে গেছে। নিরীহ প্রাণের এইরকম মৃত্যু মেনে নেওয়া যায় না। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য শান্তি ও শক্তি কামনা করি। ঘৃণার বিরুদ্ধে আমাদের একজোট হতে হবে।’

প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুর ২টা ৪৫ থেকে ৩টার মধ্যে পাহাড় থেকে নেমে আসে ৪ থেকে ৬ জনের সশস্ত্র একটি দল। সেনা পোশাক পরিহিত অবস্থায় তারা আচমকা গুলি চালাতে শুরু করে। পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চারপাশে কোনো যানবাহন না থাকায় পালানোর উপায়ও ছিল না।

এই হামলার পেছনে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা সম্পৃক্ত আছে বলে সন্দেহ করা হচ্ছে। কাশ্মীরের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে ধরা হচ্ছে একে।

ঊষার আলো-এসএ