UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রথম ম্যাচে মুস্তাফিজের রাজস্থান পাঞ্জাবের বিপক্ষে ৪ রানে হারল

ঊষার আলো
এপ্রিল ১৩, ২০২১ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো স্পোর্টস ডেস্ক : পারলনা মুস্তাফিজ, পারলোনা রাজস্থান রয়্যালসও। নিজেদের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৪ রানে হেরে গেল। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২২১ রান করে পাঞ্জাব। জবাবে, সাঞ্জু স্যামসনের সেঞ্চুরিতেও জয়ের দেখা পায়নি রাজস্থান। ৭ উইকেট হারিয়ে ২১৭ রান করে রাজস্থান।
১২ এপ্রিল সোমবার টস জিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্যামসন। বল তুলে দেন সাকারিয়া এবং মুস্তাফিজের হাতে। কিন্তু, অধিনায়কের মান রাখতে পারেননি বোলাররা। মায়াঙ্ক আগারওয়াল আউট হলেও, গেইল-রাহুলের ব্যাটে বড় রানের দিকে ছুটতে থাকেন পাঞ্জাব।
পরে দিপক হুদার ঝড়ো ফিফটি এবং লোকেশের ৯১ রানে ভর করে ২২১ রানের পুঁজি পায় প্রীতি জিনতার দল। জবাব দিতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি রয়্যালসের। প্রথম ওভারেই ফিরে যান স্টোকস। দাঁড়াতে পারেননি মানান ভোহরা, বাটলার কেউই। তবে, এক পাশে দৃঢ়তার প্রতীক হয়ে ছিলেন সাঞ্জু স্যামসন। একা হাতেই ম্যাচটাকে নিজেদের দিকে নিয়ে আসে। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় আর পারেনি রাজস্থান। হেরে যায় মাত্র ৪ রানে। সাঞ্জু ৬৩ বলে ১১৯ রানের ইনিংস উপহার দেন।
মুস্তাফিজ ৪ ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য থাকে।

(ঊষার আলো- এম.এইচ)