UsharAlo logo
রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের

pial
মে ২৩, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য করার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানান তিনি।

‘খালেদা জিয়াকে পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে টুস করে নদীতে ফেলে দেয়া উচিত’- প্রধানমন্ত্রীর এ মন্তব্যের নিন্দা, ধিক্কার এবং প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, ‘খুব পরিস্কার ভাষায় বলছি- আপনাদের এই মন্তব্য ও কটুক্তি করার জন্য জনগণের কাছে ক্ষমা চান। অন্যথায় জনগণ আপনাদের ক্ষমা চাওয়ার সুযোগ দেবে না।’

তিনি বলেন, ‘আমরা ভাবতেও পারি না- একটি দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কী করে আসতে পারে। কোনো সভ্য দেশের মানুষ এটা কখনো সহ্য করতে পারে না। কোনো সভ্য সমাজ ও গণতান্ত্রিক সমাজে এ ধরনের ভাষা ব্যবহার করা যায় না।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেছেন, কারণ তিনি এখন নার্ভাস হয়ে আছেন। তিনি দেখতে পাচ্ছেন তার ক্ষমতার দিন শেষ এবং সামনে আর ক্ষমতায় আসতে পারবেন না।’

(ঊষার আলো-এসএইস)