ঊষার আলো ডেস্ক : করোনার (কোভিড-১৯) এ মহামারীতে খুন ও দুর্নীতির দায়ে দণ্ডিত আসামিদের বাদে সকল বন্দিকে জামিনে মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে জাফরুল্লাহ বলেছেন, কারাবন্দি সকল আসামিদের দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করা। এছাড়া খুন ও দুর্নীতির দায়ে দণ্ডিত বা অভিযুক্ত ছাড়া সবাইকে জামিনে মুক্তি দেওয়া। বন্দিদের কারামুক্তির পাশাপাশি মহামারী নিয়ন্ত্রণে সরকারকে বিভিন্ন পরামর্শ দেন ডা. জাফরুল্লাহ।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু সোমবার (১৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠিটি জমা দিয়েছেন।
(ঊষার আলো-এফএসপি)