UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকাকে চমকে দিতে ২ কিলোমিটার সড়কজুড়ে প্রেমপত্র প্রেমিকের

ঊষার আলো
মার্চ ২৭, ২০২১ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রেমিকার জন্য প্রায় ২ কিলোমিটার রাস্তাজুড়ে প্রেমপত্র লিখলেন এক প্রেমিক। ঘটনাটি ঘটে ভারতের মহারাষ্ট্রের কোলহাপুর জেলার শিরোল তহসিলের ধরঙ্গুট্টি গ্রামে। প্রেমিকের এমন অবাক করা কাণ্ড দেখে অবাক হয়েছেন গ্রামবাসী।

রাস্তাজুড়ে নানাভাবে প্রেমের দৃঢ়তা বোঝাতে বিভিন্ন কথা লেখা রয়েছে। যার মধ্যে আছে- “I Love You, I miss you, I Miss You, জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি।” এমন আরো অনেক কিছুই লেখা রয়েছে রাস্তাজুড়ে।

জানা যায়, সাদা অয়েল পেইন্ট ব্যবহার করে সেই প্রেমিক তার প্রেম বার্তাগুলি জয়সিংপুর হতে ধরঙ্গুট্টি রুটে প্রায় আড়াই কিলোমিটারজুড়ে লিখেছেন। প্রেম প্রকাশের এমন অভিনব ধরনের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে প্রশাসনও পদক্ষেপ নিয়েছে। এই পাগল প্রেমিক কে? তা খুঁজতে গঠন করা হয়েছে এক তদন্ত কমিটি।

(ঊষার আলো-এফএসপি)