UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন

koushikkln
অক্টোবর ২, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ে করার দাবিতে প্রেমিক সাকিবুল ইসলাম (২০) নামের এক যুবকের বাড়িতে অনশনে বসেছেন এক কিশোরী (১৬)।

শনিবার (১ অক্টোবর) রাতে মেয়েটি উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর ফতেহপুর গ্রামের সাকিবুলের বাড়িতে গিয়ে অবস্থান নেন, এরপর থেকেই তিনি অনশনে রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সাকিবুল ইসলামের বাড়িতে একই গ্রামের এক তরুণী বিয়ের দাবিতে অনশন করছেন। এর আগেও দুবার একই দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠেন মেয়েটি। সে সময় মেয়ের অভিভাবকরা তাকে সাকিবুলের সাথে বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে নিয়ে যান। তবে দুই পরিবারের সদস্যরা বিষয়টির কোনো সমাধান করেননি।

অনশনরত কিশোরী বলেন, ‘দীর্ঘদিন ধরে সাকিবুলের সাথে আমার প্রেমের সম্পর্ক। সাকিবুলের পরিবার আমাদের সম্পর্ক মেনে নিলেও আমার পরিবার বিষয়টা মেনে নিচ্ছে না। বরং পারিবারিকভাবে আমাকে অন্যত্র বিয়ের জন্য চাপ দিতে থাকে, কাজে আমি নিজের ইচ্ছায় সাকিবুলের বাড়িতে এসে বিয়ের জন্য অনশন করছি।’

সাকিবুলের মা ফেরদৌসী বেগম বলেন, ‘আমরা চাই বিষয়টি সামাজিকভাবেই সমাধান হোক।’

এ বিষয়ে জানতে চাইলে কিশোরীর মা বলেন, ‘এই বিষয়ে আমার স্বামী ও মেয়ের চাচারা মিলে সিদ্ধান্ত নেবেন।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

(ঊষার আলো-এফএসপি)