UsharAlo logo
শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ফতুল্লায় ইজিবাইক চালককে গলাকেটে হত্যা, আটক ১

ঊষার আলো রিপোর্ট
মার্চ ২৩, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসহাক মিঝি (৪৫) নামে এক ইজিবাইক চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোরে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রেললাইনের পাশের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সোহরাব হাওলাদার (৪০) নামে একজনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে আটককৃতকে পুলিশে দেওয়া হয়।

ইসহাক মিঝি চাঁদপুর মতলব নায়েরগাও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে। তিনি ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড় এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকেন। আটককৃত সোহরাব পটুয়াখালীর রাঙ্গাবালি বাহেরচর গ্রামের মৃত আতহার হাওলাদারের ছেলে। তিনি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার লালের বাড়িতে ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে চিৎকার শুনে স্থানীয়রা ঘর থেকে বের হয়ে দেখেন তিন থেকে চারজন লোক দাঁড়িয়ে আছে এবং একজন মাটিতে পড়ে আছে। তখন লোকজন দেখে দাঁড়িয়ে থাকারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে আটক করে স্থানীয়রা। এছাড়া দুজন ওই এলাকার একটি ডোবায় লাফ দেয়। ওই দুজনকে আটকের জন্য ডোবার চারদিক ঘিরে রেখেছে স্থানীয়রা।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘মৃতের ভাগিনা শরিফ লাশ শনাক্ত করেছেন। ইজিবাইকটির গ্যারেজ মাহজন শফিকও শনাক্ত করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে এলাবাসী পুলিশে দিয়েছে। এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

ঊষার আলো-এসএ