UsharAlo logo
সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

usharalodesk
আগস্ট ১৪, ২০২২ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুষ্কৃতীরা। সাইফুল ইসলাম নামের নিহত যুবক শেরপুর থেকে চাকুরির উদ্দেশ্যে মুন্সিগঞ্জে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।রোববার (১৪ আগস্ট) ভোরে ফতুল্লার পঞ্চবটি মেথরখোলা এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। নিহত সাইফুল (২৬) শেরপুর জেলার সদর থানাধীন গাজী থামরে গ্রামের মোতাশের হুসাইনের ছেলে।

নিহতের ছোট বোন জামাই সফিকুল বলেন, সাইফুল বেকার। তাই আমার মুন্সিগঞ্জের কর্মস্থলে আসার জন্য বলি। এখানে আসলে তাকে একটি চাকুরি সংগ্রহ করে দেব বলেছিলাম। সফিকুল জানান, সাইফুল শনিবার রাতে শেরপুর থেকে বাসে চড়ে রোববার ভোর ৪টায় ফতুল্লার পঞ্চবটি এসে নামেন। এখান থেকে মুন্সিগঞ্জে যাওয়ার ব্যাপারে জন্য তাকে (সফিকুল) ফোনকল করেন।

তখন সাইফুলকে মোক্তারপুরের অটোরিকশায় উঠতে বলেন তিনি। এর কিছুক্ষণ পর পুলিশ সংবাদ দেয় সাইফুলকে হত্যা করেছে দুষ্কৃতীরা।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, সাইফুলের বাম হাতে ও পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ঊষার আলো-এসএ