UsharAlo logo
বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ‘হাওর বাঁচাও আন্দোলন’ ব্যানারে শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় বাঁধের কাজের অনিয়ম ব্যবস্থাপনার চিত্র তুলে ধরা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করার কথা ছিল। নির্ধারিত সময়ে পেরিয়ে গেলেও এখনও ৬০ ভাগ কাজও শেষ হয়নি। বাঁধের কাজ অসম্পূর্ণ থাকলেও প্রতিদিন খাতা-কলমে অগ্রগতি প্রতিবেদন তৈরি করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।  নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় পাহাড়ি ঢল ও আগাম বন্যায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গাফিলতির কারণে ফসল ডুবির ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধন হাওর বাঁচাও আন্দোলনের জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল বলেন, ‘আমরা প্রথম থেকে বলে আসছিলাম বাঁধের কাজে কোনো দলীয়করণ করবেন না। কিন্তু বিগত সময়ের মতো এবারও দলীয় করণ করা হয়েছে।  এ কারণে নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ হয়নি।  পানি উন্নয়ন বোর্ড বলছে ৯০ ভাগ কাজ শেষ, যা সম্পূর্ণই মিথ্যা।  আমরা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছি। ’

ঊষার আলো-এসএ