ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে খুলনার কয়রায় বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
সোমবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কপোতাক্ষ কলেজ মাঠে হয় প্রতিবাদ সমাবেশ।
মিছিলে ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা দেন উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা রফিকুল ইসলাম, সহকারি সেক্রেটারী মাওলানা সুজাউদ্দিন, কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্যা শাহাবুদ্দিন প্রমুখ।
ঊষার আলো-এসএ