UsharAlo logo
বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলতলায় দেশি-বিদেশি অস্ত্রসহ যুবক আটক

ঊষার আলো প্রতিবেদক
এপ্রিল ২৩, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

৭টি দা এবং একনলা একটি বিদেশি বন্দুকসহ সেলিম শেখ (৩৭) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাত ৩ টার দিকে ফুলতলা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক যুবক ফুলতলা বাজার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সাঈদ শেখের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মো: জিল্লাল হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রাতে সেলিম শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময়ে বাড়ি থেকে ৭ টি ছেন দা এবং একটি বিদেশী একনালা বন্দুক উদ্ধার করে। পরে থানায় এনে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। সেলিম একনালা বন্দুকের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তার বিরুদ্ধে থানায় অন্য কোন অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ঊআ-বিএস