UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্লোরিডায় ভরাডুবি কমলা হ্যারিসের

ঊষার আলো
নভেম্বর ৬, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে। ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় জয়ী হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও ভয়েস অব আমেরিকা।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যগুলো থেকে ফলাফল আসা অব্যাহত রয়েছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা, আলাবামা, মিসিসিপি, টেনেসি এবং ওকলাহোমায় জয়ী হয়েছেন। এর আগে তাকে কেন্টাকি, ইন্ডিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী ঘোষণা করা হয়।

অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে এখন পর্যন্ত মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস এবং কানেটিকাট-এ জয়ী ঘোষণা করা হয়েছে। এর আগে তিনি ভারমন্ট অঙ্গরাজ্যে জয়ী হন।

ভোট গণনার শুরু দিকের এই ফলাফলের পর ট্রাম্প এখন পর্যন্ত ১০১টি এবং হ্যারিস ৭১টি ইলেক্টরাল ভোট পেয়েছেন। মূলত এখন পর্যন্ত ফলাফলে কোনো অঘটন ঘটেনি। এই অঙ্গরাজ্যেগুলোতে যা ফলাফল দেখা যাচ্ছে, ফল সেরকম হবে বলে আগেই ধারণা করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেক্টরাল ভোট আছে এবং এর মধ্যে যে প্রার্থী ২৭০টি ইলেক্টরাল ভোট পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন। তবে গত এক বছরের জনমত জরিপ এবং অতীত নির্বাচনের আলোকে ৪৩টি অঙ্গরাজ্যের ফলাফল কী হবে তা মোটামুটি নিশ্চিত হয়ে আছে।

আর সাতটি অঙ্গরাজ্যে— জর্জিয়া, উইসকনসিন, মিশিগান, পেন্সিলভানিয়া, অ্যারিজনা, নেভাদা আর নর্থ ক্যারলাইনায় কে জিতবে, তা নিশ্চিত ছিল না। এই রাজ্যেগুলোকে ‘সুইং স্টেট’ বলা হয় এবং সেখানে মোট ৯৩টি ইলেক্টরাল ভোট আছে। নির্বাচনে জয়ের জন্য একজন প্রার্থীকে এই সাতটি সুইং স্টেটের অন্তত চারটিতে জয়লাভ করতে হবে।

ঊষার আলো-এসএ