UsharAlo logo
সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বক্সিং ডে টেস্টের শুরুটা অস্ট্রেলিয়ার শেষটা রাঙাল ভারত

ঊষার আলো
ডিসেম্বর ২৬, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার জার্সিতে সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে অভিষেক হয়েছে ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসের। অভিষেকেই ভারতের বিপক্ষে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন তিনি। যার সুবাদে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া। প্রথম দুই সেশন দাপট দেখায় স্বাগতিকরা। তবে তৃতীয় সেশনে ঘুরে দাঁড়ায় ভারত। শেষ বিকেলে দ্রুত উইকেট তুলে দিনটা রাঙায় ভারতীয় বোলাররা।

মেলবোর্নে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিন শেষে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩১১ রান করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন ৬৮ রানে অপরাজিত থাকা স্টিভেন স্মিথ ও ৮ রানে অপরাজিত থাকা অধিনায়ক প্যাট কামিন্স।

বক্সিং ডে টেস্টে এদিন ব্যাট হাতে দ্রুত রান তুলেছেন অভিষিক্ত তরুণ কনস্টাস। দলীয় ৮৯ রানে এই ব্যাটার সাজঘরে ফেরার আগে ৬৫ বলে ২ ছক্কা ও ৬ চারে করেন ৬০ রান। পরে ৫৭ রান করে সাজঘরে ফেরেন উসমান খাজা। তবে দলকে টানছিলেন মার্নাস লাবুশেন ও স্মিথ জুটি। পরে ব্যক্তিগত ৭২ রানে ফেরেন লাবুশেন। ২৭৩ রানে তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া।

৯ রানের ব্যবধানে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। সেই চাপ আরও বাড়ে দারুণ খেলতে থাকা অ্যালেক্স ক্যারি শেষ বিকেলে ৩১ রানে সাজঘরে ফিরলে। পরে কামিন্স এসে স্মিথকে সঙ্গ দিয়ে দিনের খেলা শেষ করেন। প্রথম দিনে জাসপ্রিত বুমরাহর শিকার ৩ উইকেট। একটি করে উইকেট তুলেছেন আকাশ দ্বীপ ও রবীন্দ্র জাদেজা।

ঊষার আলো-এসএ