UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় আওয়ামী লীগের নেতার বাড়িতে ৩টি ককটেল হামলা

pial
জুন ১৭, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল হান্নান রিপুর গ্রামের বাড়িতে ককটেল হামলা করা হয়েছে। একই সময়ে তার বাড়ির দরজায় সাপ দেখতে পেয়ে মেরে ফেলেছে স্থানীয়রা।

দুর্বৃত্তদের নিক্ষেপ করা ৩টি ককটেলের ১টি বিস্ফোরিত হয় ও বাকি ২টি বাড়ির বেলকুনিতে এবং গেটের সামনে পড়ে থাকে। বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের কোয়ালীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা বলেন, ককটেল ছাড়াও একটা জীবিত গোখরা সাপ গেটে রাখা হয়, যা এলাকাবাসী লাঠি দিয়ে মেরে ফেলে।

ককটেল হামলার বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল হান্নান রিপু বলেন, আমি সপরিবারে শহরে থাকার কারণে আমার গ্রামের বাড়িতে কেউ থাকে না। হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে আমার এক প্রতিবেশী জানান আমার বাড়িতে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। খবর পেয়ে আমি ছুটে গেলে বিস্ফোরণকৃত ককটেলসহ আরো ২টি ককটেল ও ১টি গোখরা সাপ দেখতে পাই, যা এলাকাবাসী মেরে ফেলেছিল।

সংবাদ পেয়ে বগুড়া সদর থানার পুলিশের এসআই আব্দুল মালেক ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণকৃত ককটেলের খোসা এবং পরিত্যক্ত ২টি ককটেল উদ্ধার করে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

(ঊষার আলো-এসএইস)