UsharAlo logo
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

ঊষার আলো
এপ্রিল ১৭, ২০২১ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শাহীনুর রহমান (২৫) নামে ১ যুবকের মৃত্যু হয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে মোকামতলা বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেল আরোহী শাহীনুর মোকামতলা দক্ষিণ পাড়া এলাকার শামসুল হকের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা হারিজ (২৪) নামে ১ যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শাহীনুজ্জামান বলেন, সন্ধ্যার দিকে মোকামতলা থেকে মোটরসাইকেলযোগে শাহীনুর বাড়ি ফিরছিলেন। এ সময়ে গোবিন্দগঞ্জগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, ট্রাকচালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

(ঊষার আলো- এম.এইচ)