UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় বিদ্যুৎপৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

ঊষার আলো
মে ১৩, ২০২১ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বগুড়ার শাজাহানপুরে দোকানের রেফ্রিজারেটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে আব্দুল আহাদ (৩৫) নামে ১ মুদি দোকানদার বিদ্যুৎপৃষ্টে মারা গেছে।
নিহত আব্দুল আহাদ উপজেলার চকলোকমান দক্ষিণপাড়ার শাহ আলম সানার ছেলে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার মৃতদেহের দাফন সম্পন্ন করা হয়েছে।
নিহতের স্বজনেরা বলেন, আব্দুল আহাদের বাবা শাহ আলম সানা দীর্ঘ বছর ধরে ওমানে থাকেন। মাকে নিয়ে আব্দুল আহাদ একসাথে থাকতেন। বাড়ির সাথে মুদি দোকানের ব্যবসা করতেন তিনি। ব্যবসাপ্রতিষ্ঠানে নতুন ডিপ ফ্রিজ কেনেন আব্দুল আহাদ। বুধবার ইফতারের একটু আগে ওই ফ্রিজে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন তিনি। এসময়ে বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলেই মারা যান আব্দুল আহাদ।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)