UsharAlo logo
বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বজ্রাঘাতে মৃত্যু কৃষকের

pial
মে ৭, ২০২২ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : কুমিল্লার লালমাইয়ে বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৬ মে) বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের মাতাইনকোট গ্রামের ফসলের মাঠে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত কৃষক আবু তাহের (৪০) ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে। তার দুই ছেলে ও দুই মেয়ে সন্তান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (৬ মে) বিকালে আবু তাহের মাতাইনকোট কমপ্লেক্সের উত্তর দিকের ফসলি জমিতে যান। জমিতে থাকা তাঁর বোরো ধান বৃষ্টি থেকে রক্ষা করতে কাজ করছিলেন তিনি। এই সময় ঝড়-বৃষ্টি আরম্ভ হলে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে আবু তাহের মাটিতে লুটিয়ে পড়ে[ এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঊষার আলো-(এসএইস)