ঊষার আলো রিপোর্ট : দীর্ঘ সাড়ে ১৫ বছর পদ-পদবি ও সুযোগ সুবিধা বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হলেও পদায়ন বন্ধ রয়েছে। বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন(বিএএসএ) বঞ্চিত কর্মকর্তাদের দ্রুত পদায়নের দাবি জানিয়েছে।
ডিসি নিয়োগের অনিয়ম দুর্নীতির বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীর শাস্তি নিশ্চিতের দাবি জনিয়েছে সংগঠনটি। কারণ এই ঘটনার সঙ্গে প্রশাসনের ভাবমূর্তি জড়িত। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি ড. আনোয়ার উল্লাহ এবং মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা প্রশাসক বাছাই প্রক্রিয়া ও পদায়নে অভাবনীয় বিতর্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিগত সরকারের সময় বঞ্চিত কর্মকর্তারা তাদের যৌক্তিক প্রতিক্রিয়া দেখাতে গিয়ে হয়রানীর শিকার হওয়া বিএএসএ উদ্বেগ প্রকাশ করছে। একইসঙ্গে তাদের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিবাচক দৃষ্টিতে দেখবে বলে সংগঠনটি প্রত্যাশা করে।
নতুন প্রজন্মের চাহিদার আলোকে চাকরিতে প্রবেশের বয়সসীমা সংক্রান্ত কমিটির প্রজ্ঞাপন জারি করায় বিএএসএ সরকারকে সাধুবাদ জানায়। একই সঙ্গে অবসরের বয়সসীমা বৃদ্ধি সংক্রান্ত বিএএসএ’র দাবিগুলো বিবেচনায় নেওয়ার দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, সরকারিতে প্রবেশের বয়স ৩৫ এবং অবসরের বয়সসীমা ৬৫ করার দাবি জানিয়ে ইতিপূর্বে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আবেদন দিয়েছে বিএএসএ।
ঊষার আলো-এসএ