UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বন‌্যায় মেক্সিকোতে ১৭ জনের প্রাণহানি

usharalodesk
সেপ্টেম্বর ৮, ২০২১ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মেক্সিকোর কেন্দ্রীয় হিদালগো রাজ্যের একটি হাসপাতালে ভারী বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা রোগীও ছিলেন।

জানা গেছে, প্রবল বৃষ্টিতে হওয়া বন্যায় নদীর পানি হিদালগো প্রদেশের তুলা শহরের হাসপাতালে ঢুকে পড়ে। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রায় ৪০ জন রোগীকে সরিয়ে নিয়েছে উদ্ধারকারীরা। অপরদিকে, রাজ্যের গভর্নরকে বহনকারী একটি নৌকা নদীতে ডুবে গেছে।

ওমর ফায়াদ পরে টুইট করে জানায়, তিনি নিরাপদ ও সুস্থ আছেন। রাজ্য কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি কার্যক্রম পরিচালনা করবে।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এ বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, রাজ্য জুড়ে ৩০ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানান তিনি।

(ঊষার আলো-আরএম)