UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

pial
জুন ১, ২০২২ ৮:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের খয়রাবাদ সেতু এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম এবং একটি ট্রাকসহ ৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) এ অভিযান চালায় পুলিশ। রাত ৯ টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- বরগুনার তালতলীর ছোটবগি এলাকার জলিল মল্লিক, ঝালকাঠীর নলছিটির শ্রীরামপুর এলাকার মো. মামুন হাওলাদার, পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া বালিয়াতলী এলাকার মো. নুর সায়েদ খন্দকার ওরফে শাহেদ, বরিশালের বাকেরগঞ্জের দুধলমৌ কৃষ্ণকাঠী এলাকার মো. জামাল আকন ও ঝিনাইদহের কোর্টচাঁদপুর আদর্শপাড়ার মো. মনির হোসেন। তবে অভিযানের সময় তাদের আরো ৪ সহযোগী পালিয়ে যায়।

আটককৃতদের থেকে তালাভাঙ্গার ২টি যন্ত্র, ১টি রামদা, ১টি ছেনা, ১টি ছোড়া, ১টি স্ক্রু ড্রাইভার, ১টি প্লাস, ২০ হাত লম্বা লায়লনের রশি ও ১টি সাবল উদ্ধার করেছে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বরিশাল ও পটুয়াখালীসহ বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। এই ঘটনায় দেশীয় অস্ত্রসহ আটক ৫ জন এবং পলাতকদের বিরুদ্ধে বিএমপির বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(ঊষার আলো-এসএইস)