ঊষার আলো ডেস্ক : ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত ১ কোটি ৪৭ লাখ ৮২ হাজার ৪’শ ৬১ জন এবং মারা গেছে ১ লাখ ৭৭ হাজার ১’শ ৬৮ জন।
ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১ কোটি ২৮ লাখ ৫ হাজার ৯৪ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ১৮ লাখ ১’শ ৯৯ জন।
ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ। সে দেশে বর্তমানে করোনার দ্বিতীয় তান্ডব শুরু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৬০ হাজার ৭’শ ৭৮ জন এবং মারা গেছে ১ হাজার ৪’শ ৯৫ জন। তার আগের দিন ১৬ এপ্রিল দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৯’শ ৪৩ জন এবং মারা গেছে ১ হাজার ৩’শ ৩৮ জন।
(ঊষার আলো- এম. এইচ)