UsharAlo logo
সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দিতে যাচ্ছে দ. আফ্রিকা

usharalodesk
অক্টোবর ২৭, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকাকে শুরুতেই নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। সে ধাক্কাটা প্রোটিয়ারা সামলে নিয়েছে অবশ্য দ্রুতই। এরপর সময় যত গড়িয়েছে, ততই বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে টেম্বা বাভুমার দল।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ বৃহস্পতিবার টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ওভারে তাসকিন আহমেদের হাত ধরে শুরুটা ভালোই হয় দলের। সে ওভারে ২ রান খরচায় টেম্বা বাভুমাকে বিদায় করেন তিনি।

বাভুমা শুরু থেকেই খানিকটা নড়বড়ে ছিলেন। ইনিংসের ষষ্ঠ বলে তাকে বিদায় করেন তাসকিন। তার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। প্রোটিয়া অধিনায়কের সেই ক্যাচটা ধরতে তেমন সমস্যাই হয়নি নুরুল হাসানের। দলীয় ২ রানেই প্রথম উইকেট খুইয়ে বসে দক্ষিণ আফ্রিকা।

সেটাই শেষ, পরের ১০ ওভারে বাংলাদেশ আর কোনো সাফল্য পায়নি। কুইন্টন ডি কক আর রাইলি রুশো মিলে গড়েছেন প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ১১৫ রানের বিশাল এক জুটি। সেই জুটিই এখনো ভাঙতে পারেননি সাকিবরা। এই জুটি ভাঙার তাড়নায় দুটো রিভিউই ইনিংসের সপ্তম ওভারে খুইয়ে বসে সাকিব আল হাসানের দল।

সবশেষ অধিনায়ক সাকিবের এক ওভারে দক্ষিণ আফ্রিকা তুলেছে ২১ রান। তাতে বিশাল রানের পাহাড়ে চাপা পড়ার শঙ্কা আরও জোরালো হয় বাংলাদেশ দলের।