UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশি দর্শকদের হাতে পাকিস্তানের পতাকা, মাশরাফির হৃদয়ে রক্তক্ষরণ

usharalodesk
নভেম্বর ২০, ২০২১ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্টেডিয়ামে কিছু বাংলাদেশি দর্শক পাকিস্তানের পতাকা উড়িয়ে সমর্থন করেছিলেন।
এমনকি বাবর আজমদের জন্য গলা ফাঁটিয়ে গ্যালারি মাতিয়ে রাখেন তারা। খেলা শেষে তারা পতাকা হাতে উল্লাসে মেতে উঠেন।

প্রিয় জন্মভূমিকে ছোট করে অতিথি দেশকে নিয়ে মাতামাতি করে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারও দেন অনেকেই। এসব দেখে কষ্ট পান অনেক বাংলাদেশি সমর্থক। আর তাদের মধ্যে একজন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

নিজের ভাবনা প্রকাশ করে মাশরাফি নিজের ব্যক্তিগত ফেসবুকে লেখেন, ‘খেলার সাথে কোন কিছু মেলানো যায় না এটা ঠিক, তবে খেলাটা যখন আমাদের দেশে আর খেলছে আমাদের দেশ, সেখানে অন্য যে দেশেই খেলুক না কেন, তাদের পতাকা তাদের দেশের মানুষ ছাড়া আমাদের দেশের মানুষ উড়াবে, এটা দেখে সত্যি কষ্ট লাগে। যে যাই বলুক, ভাই দেশটা কিন্তু আপনার।

‘আজ হয়নি তো কাল হবে, আর না হলে পরশু হবে। তবে আপনারা পাশে না থাকলে আর হবেই না।’

‘হারি বা জিতি স্টেডিয়ামে আমাদের দেশের পতাকেই উড়ুক, চিৎকার হোক বাংলাদেশ।’

(ঊষার আলো-এফএসপি)