UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের টার্গেট ৪৩৭ রান

usharalodesk
মে ২, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে পাল্লেকেলেতে আজ রবিবার (২ মে) টেস্টের চতুর্থ দিন দ্রুত গতিতে রান তুলে নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশি বোলারেরা নিয়মিত উইকেট নিলেও রানের গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। এ সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে ৪৩৬ রানের বিশাল এক লক্ষ্য ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কা।

লাঞ্চের পর মাত্র ৩০ মিনিটের মতো ব্যাট করে স্কোর বোর্ডে ৯ উইকেটে ১৯৪ রান তুলেছে শ্রীলঙ্কানরা। প্রথম ইনিংসের লিডসহ স্বাগতিকদের মোট সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৪৩৬ রানে।

গতকাল শনিবার (১ মে) তৃতীয় দিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৫১ রানেই অলআউট হয়ে থেমে যায় বাংলাদেশ দল। প্রথম ইনিংসের ২৪২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা।

(ঊষার আলো-এফএসপি)